পোশাকরীতি

পোশাক বিধিঃ

কলেজ শিক্ষার্থীদের জন্যঃ
১। সাদা রংয়ের কামিজ ও সালোয়ার। কামিজ হবে থ্রি- কোয়াটার হাতাবিশিষ্ট ,শার্ট কলার, সাদা স্কার্ফ, সাদা বেল্ট।
২। বাম হাতে মনোগ্রাম ও উভয় কাধে সোল্ডার ব্যাজ (প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত)।
৩। সাদা মোজা, নেভি ব্লু সাদা জুতা।
৪। চুল দুই বেনুনী, সাদা তুলির ব্র্যান্ড/ সাদা ফিতা।

স্কুল শিক্ষার্থীদের জন্যঃ
১। সাদা সালোয়ার, সবুজ কামিজ, সাদা স্কার্ফ, সবুজ বেল্ট।
২। সাদা মোজা ও সাদা কেডস্।
৩। বাম হাতে মনোগ্রাম ও উভয় কাধে সোল্ডার ব্যাজ (যা প্রতিষ্ঠান প্রদত্ত)।
৪। চুল দুই বেনুনী, সাদা তুলি ব্র্যান্ড/ সাদা ফিতা।

সকল ছাত্রীদের জন্যঃ
১। যে কোন প্রকার অলংকার ব্যবহার নিষেধ।
২। নখ বড় রাখা যাবে না।
৩। নখ পালিশ, মেহেদি লাগানো, সামনের চুল বব স্টাইল ও চুল কালার করা নিষেধ।
৪। ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের স্কুলে ঘড়ি ব্যবহার করা নিষেধ।
৫। মোবাইল ফোন আনা যাবে না।
৬। সাদা ব্যতীত অন্য রংয়ের হিজাব পড়া নিষেধ।
৭। প্রসাধনী সামগ্রী আনা যাবে না।