প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠান পরিচিতি


'একদিন শতবর্ষ আগে' সুদূর ব্রিটিশ শাসনামলে তদানীন্তন পৌর প্রশাসক মাইকেল মর্গ্যানের নিরলস প্রচেষ্টা ও তার সহধর্মিণী লেডি মর্গ্যানের ঐকান্তিক আগ্রহে অত্র এলাকার আর্থ-সামাজিক ভাবে অনগ্রসর নারীসমাজের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল 'মর্গ্যান গার্লস হাই ইংলিশ স্কুল'। পরবর্তীতে 'ইংলিশ' শব্দটি বাদ দিয়ে শুধু 'মর্গ্যান গার্লস হাই স্কুল' নামকরণ করা হয়। শতাব্দীকাল পরে বিগত ২০১৫ খ্রিস্টাব্দে এর সাথে উচ্চমাধ্যমিক শাখাযুক্ত হওয়ায় বর্তমান প্রতিষ্ঠানটি 'মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ' নামে পরিচিত লাভ করেছে। 'কালের কপোল তলে শুভ্র-সমুজ্জ্বল'  অত্র প্রতিষ্ঠান এতদঞ্চলের নারী শিক্ষার প্রথম বিদ্যাপীঠ। দীর্ঘকালের ঐতিহ্য ধারণ করে স্বমহিমায় প্রতিষ্ঠিত এ শিক্ষাঙ্গন বিদ্যোৎসাহী মহলের সযত্ন দৃষ্টি কেড়েছে।

প্রাঙ্গণের দৃষ্টিনন্দন ফুলের বাগানসহ বিস্তৃত মাঠ, সুদৃশ্য শহীদ মিনার, মানসম্পন্ন গবেষণাগার, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, মুক্তিযুদ্ধ কর্নারসহ সমৃদ্ধ পাঠাগার, এখানকার এখনকার শিক্ষার্থীদের  মূল আকর্ষণ। শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের ফলে প্রতিষ্ঠানের পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। বিগত এইচএসসি পরীক্ষার ফলাফলে গোটা নারায়ণগঞ্জ জেলায় শীর্ষ পর্যায়ে অবস্থান করেছে এ প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা বহির্ভূত কার্যক্রমেও এযাবৎকাল এখানকার শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য এনে দিয়েছে।

বর্তমান পরিচালনা পরিষদের সুযোগ্য সম্মানিত সভাপতিসহ পরিশ্রমী ও নিষ্ঠাবান সদস্যগণ, দায়িত্বশীল শিক্ষকবৃন্দ, মনোযোগী শিক্ষাব্রতী এবং সহযোগী অভিভাবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিষ্ঠান  তার ঈস্পিত গন্তব্যে পৌঁছবে- এ আমাদের প্রত্যয়, প্রত্যাশা, প্রার্থনা।

অধ্যক্ষ
মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ
নারায়ণগঞ্জ